The site tips.wapka.site
TIPS Forums Folders Messages ||||
93353
Khairool - Author
সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করা হচ্ছে
Khairool · 8 months ago
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: সংগৃহীত
বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, এমন প্রচার চালিয়ে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন, সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে। ওখান থেকে নতুন নতুন ষড়যন্ত্র, চক্রান্ত করা হচ্ছে। প্রতিমুহূর্তে একেকটা ঘটনা ঘটিয়ে তারা পৃথিবীকে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। বাংলাদেশে নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্যাতন করা হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত সমাবেশ থেকে দেশের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত রুখে দিতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় ছাত্রদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশে কি সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে? তখন সবাই ‘না’ উচ্চারণ করেন। পরে তিনি বলেন, ভারতের পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে দেখানো হচ্ছে যেন বাংলাদেশে এ ধরনের নিকৃষ্ট ঘটনাগুলো ঘটছে।

মির্জা ফখরুল বলেন, ‘ঘটনা তো তা না। এটা তারা কেন করছে? কথাগুলো এ জন্যই বলছি যে আমাদের আনন্দে থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার ওপরে সেই খড়্গ এখনো আছে। এবং চতুর্দিকে তারা খুব চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এর জন্য সজাগ থাকতে হবে কোনো রকমের হঠকারিতা, বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে। সেটাকে রুখে দিতে হবে।’

ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরিফ উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন শাহরিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমির হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরফান আলী, অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, তেজগাঁও সরকারি কলেজের অধ্যাপক সোলায়মান আলী, বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য জেড মূতর্জা চৌধুরী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল প্রমুখ।

ছাত্র সংঘর্ষ, এটা একটা চক্রান্ত

ঢাকায় ছাত্র সংঘর্ষের ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমি খুব কষ্ট পাই, যখন দেখি আমাদের ছেলেরা-ছেলেরা মারামারি করছে কলেজে-কলেজে। যখন তোমরা এত বড় একটা বিজয় (৫ আগস্টের গণ-অভ্যুত্থান) অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময়ে আজকে আমাদের দেখতে হবে সোহরাওয়ার্দী কলেজ-মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনোমতেই গ্রহণযোগ্য নয়। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র।’

এ প্রসঙ্গে মির্জা ফখরুল সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার-পরবর্তী ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি আবারও খুব ভীত হই, যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত হয়ে পড়ে থাকে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি। আমরা তো একটা জায়গায় এসেছি। নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এ ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। এখন তোমাদের (ছাত্র) ভূমিকা আরও বেড়ে গেছে।’

‘হাসিনা পলাইছে’

ছাত্রসমাজ বাংলাদেশের ইতিহাসে অসাধারণ একটা কাজ করেছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ছাত্রসমাজ বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে দানবের হাত থেকে, ফ্যাসিস্টদের হাত থেকে। এটা কোনো ছোট কথা নয়। ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা প্রায় অসম্ভব। সশস্ত্র বাহিনী দরকার হয়। সে জায়গায় খালি হাতে কাজটি সম্ভব করেছে ছাত্রসমাজ।

ছাত্রদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তোমরা যে কথা বলো, আমিও সব সময় বলি, আমার নাতনিও বলে এখন, হাসিনা পলাইছে। কেউ জিজ্ঞেস বলে সে বলে, হাসিনা পলাইছে। হাসিনা “পালিয়েছে” না, হাসিনা “পলাইছে”। এই কথাটাই কিন্তু চালু করতে হবে, পলাইছে। এটা এই জন্য বলা দরকার, এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, খুনি, হত্যাকারী—তারা পালিয়ে যায়। সেই জায়গাটা মাত্র আমরা পার হয়েছি।’

এর পরে কী, সেই চিন্তা করতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এখন চিন্তা হবে বাংলাদেশকে তৈরি করা। কারণ, তারা (ক্ষমতাচ্যুতরা) শেষ করে দিয়ে গেছে। কোথাও অবশিষ্ট রাখেনি। অর্থনীতি ফোকলা করে দিয়েছে। ঘুষ-দুর্নীতিতে সমাজটা শেষ করে দিয়ে গেছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সবাইকে, বিশেষ করে ছাত্রসমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
লুটপাটকারীদের ধাওয়া দিয়ে গাড়িতে আগুন পীরের অনুসারীদের, এলাকায় উত্তেজনা
Khairool · 8 months ago
মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও লুটপাটের ঘটনার পর পীরের অনুসারীরা লুটপাটকারীদের গাড়িতে আগুন দেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার লছমনপুর এলাকায়ছবি: প্রথম আলো
শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকায় খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে (মুর্শিদপুর পীরের দরবার) হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আবার উত্তেজনা তৈরি হয়েছে। গত মঙ্গলবার প্রথম দফায় হামলার সময় সংঘর্ষে আহত একজনের মৃত্যুর জের ধরে গতকাল বৃহস্পতিবার আবার দরবারে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে দরবারে লুটপাট চালাচ্ছিল একটি গোষ্ঠী। আজ শুক্রবার দুপুরে পীরের অনুসারীরা লুটপাটকারীদের ধাওয়া দিলে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় লুটপাটের মালামাল নিতে আসা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার ভোরে মুর্শিদপুর পীরের দরবারে প্রথম হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হন। তাঁদের মধ্যে হাফেজ উদ্দিন (৪০) নামের এক কাঠমিস্ত্রি বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল দুপুরে তাঁর জানাজার নামাজের পর কয়েক হাজার বিক্ষুব্ধ লোক দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতা গতকাল দরবারের বিভিন্ন স্থাপনা আগুন দেওয়ার পাশাপাশি মূল্যবান আসবাব, গবাদিপশু, কাঠ, টিন, ধান-চালসহ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় দরবারের বিভিন্ন স্থানের গাছও কেটে ফেলে। এতে পুরো দরবার শরিফ ধ্বংসস্তূপে পরিণত হয়। আজ সকালেও লুটপাট অব্যাহত থাকে এবং লুটপাটকারীরা কয়েকটি গাড়িতে লুটের মালামাল বোঝাই করতে থাকে। খবর পেয়ে পীরের কয়েক শ অনুসারী জোটবদ্ধ হয়ে দুপুরে দরবারে ঢুকে তাঁদের ধাওয়া করেন। পরে লুটের মালামাল বোঝাই কয়েকটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন। বিকেলে পীরের অনুসারীরা দরবার ত্যাগ করেন।
Gros Michel bananas
Khairool · 8 months ago
Given that each banana variety is propagated clonally, there is very little genetic diversity in the domesticated plants. This makes bananas especially vulnerable to pests and diseases, as a novel pathogen or pest could quickly decimate a variety if it were to exploit a genetic weakness among the clones. Indeed, this very phenomenon occurred in the late 1950s with the Gros Michel dessert variety, which had dominated the world’s commercial banana business. Richer and sweeter than the modern Cavendish, the Gros Michel fell victim to an invading soil fungus that causes Panama disease, a form of Fusarium wilt. Powerless to breed resistance into the sterile clones and unable to rid the soil  of the fungus, farmers were soon forced to abandon the Gros Michel in favour of the hardier Cavendish. Although the Cavendish has thus far been resistant to such a pestilent invasion, its lack of genetic diversity leaves it equally vulnerable to evolving pathogens and pests. Indeed, a strain of Panama disease known as Tropical Race (TR) 4 has been a threat to the Cavendish since the 1990s, and many scientists worry that the Cavendish too will eventually go extinct.
Banana plantation in Guadeloupe
Khairool · 8 months ago
Banana plants thrive naturally on deep, loose, well-drained soils in humid tropical climates, and they are grown successfully under irrigation in such semiarid regions as southern Jamaica. Suckers and divisions of the rhizome are used as planting material; the first crop ripens within 10 to 15 months, and thereafter fruit production is more or less continuous. Frequent pruning is required to remove surplus growth and prevent crowding in a banana plantation. Desirable commercial bunches of bananas consist of nine hands or more and weigh 22–65 kg (49–143 pounds). Three hundred or more such bunches may be produced annually on one acre of land and are harvested before they fully ripen on the plant. For export, the desired degree of maturity attained before harvest depends upon distance from market and type of transportation, and ripening is frequently induced artificially after shipment by exposure to ethylene gas.
Banana plantsBanana plants growing on a plantation. Each herbaceous trunk bears only one bunch of fruit and is cut down after harvest to encourage new growth from the rhizome (underground stem)
Khairool · 8 months ago
The banana plant is a gigantic herb that springs from an underground stem, or rhizome, to form a false trunk 3–6 metres (10–20 feet) high. This trunk is composed of the basal portions of leaf sheaths and is crowned with a rosette of 10 to 20 oblong to elliptic leaves that sometimes attain a length of 3–3.5 metres (10–11.5 feet) and a breadth of 65 cm (26 inches). A large flower spike, carrying numerous yellowish flowers protected by large purple-red bracts, emerges at the top of the false trunk and bends downward to become bunches of 50 to 150 individual fruits, or fingers. The individual fruits, or bananas, are grouped in clusters, or hands, of 10 to 20. After a plant has fruited, it is cut down to the ground, because each trunk produces only one bunch of fruit. The dead trunk is replaced by others in the form of suckers, or shoots, which arise from the rhizome at roughly six-month intervals. The life of a single rhizome thus continues for many years, and the weaker suckers that it sends up through the soil are periodically pruned, while the stronger ones are allowed to grow into fruit-producing plants.
Domesticated bananas growing in a bunch
Khairool · 8 months ago
banana, fruit of the genus Musa, of the family Musaceae, one of the most important fruit crops of the world. The banana is grown in the tropics, and, though it is most widely consumed in those regions, it is valued worldwide for its flavour, nutritional value, and availability throughout the year. Cavendish, or dessert, bananas are most commonly eaten fresh, though they may be fried or mashed and chilled in pies or puddings. They may also be used to flavour muffins, cakes, or breads. Cooking varieties, or plantains, are starchy rather than sweet and are grown extensively as a staple food source in tropical regions; they are cooked when ripe or immature. A ripe fruit contains as much as 22 percent of carbohydrate  and is high in dietary fibre, potassium, manganese, and vitamins B6 and C.
Jack fruits jackfruits
Khairool · 8 months ago
The jackfruit (Artocarpus heterophyllus)[6] is a species of tree in the fig, mulberry, and breadfruit family (Moraceae).[7] The jackfruit is the largest tree fruit, reaching as much as 55 kg (120 pounds) in weight, 90 cm (35 inches) in length, and 50 cm (20 in) in diameter.[7][8] A mature jackfruit tree produces some 200 fruits per year, with older trees bearing up to 500 fruits in a year.[7][9] The jackfruit is a multiple fruit composed of hundreds to thousands of individual flowers, and the fleshy petals of the unripe fruit are eaten.
Ripe Custard Apple Plant
Khairool · 8 months ago
Custard apple, (genus Annona), genus of about 160 species of small trees or shrubs of the family Annonaceae, native to the New World tropics. Custard apples are of local importance as traditional medicines, and several species are commercially grown for their edible fruits. The fruit of the common custard apple (Annona reticulata), also called sugar apple or bullock’s-heart in the West Indies, is dark brown in colour and marked with depressions giving it a quilted appearance; its pulp is reddish yellow, sweetish, and very soft (hence the common name). Soursop, or guanabana (A. muricata), sweetsop (A. squamosa), and cherimoya (A. cherimola) are widely cultivated worldwide. Alligator apple, or corkwood (A. glabra), a native of South America and West Africa, is valued for its roots, which serve the same purposes as cork; the fruit is not usually eaten fresh but is sometimes used for making jellies.
Sweet Custard Apple Annona
Khairool · 8 months ago
Sweet Custard Apple Annona Reticulata Fruit Plants for Garden Indoor (Aatha Chakka) (1 Healthy Live Sweet Fruit Plant)
The Custard Apples
Khairool · 8 months ago
Seethapazham / Custard Apple (Annona Reticulata) Fruit Live Plant (Home & Garden)
 Prev12Next  
Google search:
93353
Forums Folders Members Messages
Login
HELP CENTER :-: GO TO TOP
tips.wapka.site
Copyright © 2025 All Rights Reserved
Powered by wapka.org