পঞ্চায়েত থেকে আর ও আর পাওয়ার জন্য আবেদন পত্র কিভাবে লিখব
To
The B.D.O Kathalia R.D Block
Sonamura Sepahijala Tripura.
বিষয়: পঞ্চায়েত থেকে আর ও আর পাওয়ার জন্য আবেদন।
মহাশয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিভ্য়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বসবাসকারী একজন স্থায়ী বাসিন্দা, বর্তমানে আমার সন্তানের কিছু পরিচয় পত্র করার জন্য পঞ্চায়েত আর,ও,আর এর একান্ত প্রয়োজন।
অতএব: বিনীত প্রার্থনা এই যে, মহাশয়, আপনি যদি পঞ্চায়েত আরওআর দিয়ে পরিচয় পত্র করার সুযোগ করে দিন তাহলে আমি উপকৃত হব এবং আপনার নিকট একান্ত কৃতজ্ঞ থাকব।
ইতি - নিবেদক
অমুক মিয়া
পিতা :- অমুক আলী
ওয়ার্ড নং :- 3
স্বাক্ষর :- অমুক মিয়া
তারিখঃ 12.10.2020