মেট্রোয় চুম্বনে মগ্ন যুগল, ক্যামেরার সামনেও ঠোঁটে ঠোঁট মিলে রইল, ভাইরাল
দিল্লি মেট্রোতে (Delhi Metro) এক যুগলকে দেখা গেল চুম্বনরত (Kissing) অবস্থায়। চলন্ত মেট্রোয় বসেই চুম্বনে মেতে ওঠেন ওই যুগল। ক্যামেরার সামনেই ওই যুগলকে দেখা যায়, একে অপরের ঠোঁটে মগ্ন হতে। সামনে কোনও যাত্রী রয়েছেন, তা আন্দাজ করে এবং দেখেও, তাঁরা একে অপরকে চুম্বন করতে বিরত হননি। দিল্লি মেট্রোয় যুগলের চুম্বনের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে। সম্প্রতি কলকাতায় কালীঘাট মেট্রো স্টেশনে এক যুগলকে চুম্বন করতে দেখে, তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়া ভরে উঠতে শুরু করে মন্তব্যে। কলকাতার পর এবার দিল্লি মেট্রোতেও দেখা গেল এক যুগলকে এক নাগাড়ে চুম্বন করতে।