The site tips.wapka.site
TIPS Forums Folders Messages ||||
124332
How to keep fish in aquarium at home
Bongsong · 9 months ago
At present, people tend to keep fish as pets.  The term "pet" may seem a little out of place when it comes to fish, but people's tastes and desires are changing with time.  That is why people want to keep fish in their own home or flat aquarium.  It fulfills the hobby as well as increases the beauty of the home.  Pets If you have enough money to keep dogs, cats, you can keep fish as pets.  Because keeping fish in an aquarium takes up less space than any other pet.  Keeping a dog or cat requires extra time and care, but keeping fish in an aquarium doesn't require much time.


বর্তমান সময়ে মানুষের মধ্যে মাছকে পোষা প্রানী হিসেবে রাখা প্রবনতা বেশী দেখা যায়। মাছের ক্ষেত্রে পোষা প্রানী শব্দটি বেমানান লাগে ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে মানুষের রুচি এবং ইচ্ছার পরিবর্তন হচ্ছে। এজন্য মানুষ মাছকে তার নিজের বাড়ি কিংবা ফ্ল্যাটে অ্যাকুরিয়ামে রাখতে চায়। এতে করে শখ পূরনের পাশাপাশি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। পোষা প্রানী কুকুর, বিড়াল রাখার জন্য যদি আপনার পর্যাপ্ত পরিমান তবে মাছকে পোষা প্রানী হিসেবে আপনি রাখতে পারেন। কারন অন্য যে কোন পোষা প্রানীর চেয়ে অ্যাকুরিয়ামে মাছ পুষতে জায়াগা অনেক কম লাগে। কুকুর কিংবা বিড়াল পুষতে গেলে আপনাকে অতিরিক্ত সময় দিতে হয় এবং এদের যত্ন নিতে হয় কিন্তু মাছ অ্যাকুরিয়ামে রাখলে খুব বেশি পরিমান সময়ও দিতে হয় না।
Google search:
124332
Forums Folders Members Messages
Login
HELP CENTER :-: GO TO TOP
tips.wapka.site
Copyright © 2025 All Rights Reserved
Powered by wapka.org