Protection of the hippopotamus
Female hippos are called cows. They give birth to babies every 2 years. They usually give birth to one young at a time. Then they enter their group under the leadership of a strong man. They do this to escape from more ferocious animals including lions, hyenas, crocodiles.
স্ত্রী প্রজাতির জলহস্তীদের গাভী বলা হয়। এরা ২ বছর পর পর বাচ্চা জন্ম দিয়ে থাকে। এরা সাধারনত একবারে একটি বাচ্চা জন্ম দিয়ে থাকে। এরপর এরা কোন শক্তিশালী পুরুষের নেতৃত্বে তাদের গ্রুপে ঢুকে পড়ে। সিংহ, হায়েনা, কুমির সহ আরও হিংস্র প্রানীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা এমন করে থাকে।