হাতীশূড়:-
পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।
বৈজ্ঞানিক নাম হেলিওট্রোপিয়াম ইনডিকাম Heliotropium indicum, এবং ইংরেজি নাম 'Indian heliotrope'।
হাতিশুর গাছের উপকারিতা:
(১)দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।
(২)ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।
(৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।
(৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।
(৫) আঘাতজনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।
(৬)যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুড়ের পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভাল হবে।
(৭)টাইফয়েড জ্বরে: টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।
(৮) একজিমা:একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।
(৯)রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।
(১০) দাঁতের মাড়ি ফোলায়:দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।
১১)কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।
(১২)ব্রন: ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।
(১৪)ফ্যারিঞ্জাইটিস রোগে – পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।
(সংগ্রিহীত পোস্ট) #Publish #ThePublish
Code number: MYBESTFLOW
Username: Akkach Published on 2025-01-31 10:52:21 ID NUMBER: 129698
Indian elephants can grow up to 9.8 feet and weigh 11,000 pounds. They are darker than the previous subspecies, with some lighter on their skin.
The Indian elephant holds significant symbolic stature throughout Asia, particularly in India, Thailand, and Laos. Revered in various religious traditions, they're often seen as deities symbolizing strength and wisdom. They serve as national animals in Thailand and Laos and as a national heritage animal in India.
The Sumatran Elephant lives in the lush rainforests of Sumatra. They can reach up to 10.5 feet and 8,800 pounds. Their skin is lighter than the two previous subspecies and has the least depigmentation.
Borneo Pygmy Elephants are the smallest subspecies of Asian elephants, standing up to 9.8 feet. They live in Southeast Asia's rainforests, particularly on Borneo Island. These elephants have rounder faces, oversized ears, and a tail that often brush the forest floor.
Elephant beetles do not have a trunk or look like elephants, but these beetles are one of the largest insects on the earth. While they do not have trunks, the male species have horns, which they use to show dominance, competing for food and mates. The males are also bigger than the females. But these beetles can grow up to 5.11 in.
They are black but have yellowish hair, making them yellowish-black. You can find these creatures in tropical environments in parts of Mexico and South and Central America. Elephant beetles are herbivores and feed on sap and tree bark.
Rhinos rank second as the largest and heaviest terrestrial animal. The white rhino tips the scales at 5,000 pounds. The smallest rhino species is still significantly large and weighs around 1,870 pounds.
As you may have deduced from the above information, choosing the right time to visit Kruger National Park depends on your tolerance for heat and humidity, whether you prioritize seeing birds or other game, how "crowd-tolerant" you are, and your budgetary concerns.
They are large semi-aquatic mammals. They have a large barrel-shaped body with a short tail and legs. Note that their heads are huge. Their bodies are gray or mottled brown in color. Although later their skin color becomes pale and discolored.