The site tips.wapka.site
TIPS Forums Folders Messages ||||
The Most Beautiful Birds in the World
 
The Most Beautiful Birds in the World
Bongsong · 10 months ago
Looking for some gorgeous birds to amaze you? You are in the right place!
Username: Bongsong
Published on 2024-10-10 02:45:57
ID NUMBER: 123074
Edit Report Send Share
News Feed 2019 2020 (0)
Best I Love Art
Bishal_Pics · 8 months ago
╔══╗╔╗ ♡ ♡ ♡
╚╗╔╝║║╔═╦╦╦╔╗
╔╝╚╗║╚╣║║║║╔╣
╚══╝╚═╩═╩═╩═╝
ஜ۞ஜ YOU ஜ۞ஜ
Estate planning: A piggyback ride that lasts a lifetime
Shopno · 8 months ago
If you’re caring for a loved one with special needs, you may be thinking about how to enhance their care without compromising their eligibility for government benefits. Or perhaps you’re considering ways to provide for them after your death. Estate planning can be challenging in the best circumstances, but there’s additional complexity in setting up accounts and trusts for a family member with special needs.

The good news is you have choices, depending on the circumstances of your estate and the family member who needs lifetime care. Along with the Achieving a Better Life Experience (ABLE) account, various other trusts are available, including two types of special needs trusts that may be right for your family.
Maharashtra Board Exam 2025: SSC, HSC Exam Dates Announced; Check Schedule, Timings & More
Shopno · 8 months ago
The Maharashtra State Board of Secondary and Higher Secondary Education has announced that the SSC and HSC exams for 2025 will be held earlier than usual. Schools have been given time until August 23 to provide feedback and raise any concerns about the exam dates. This is the earliest announcement of exam dates by the board, as the dates for the 2024 exams were only released in November.
Competitive Examination SSC/RRB/IBPS/UPSC/CTET/CAT/CA/CS/MAT Online Crash Course
Best_my_pix · 8 months ago
Online 40 days Crash Course for Job Oriented Competitive Examination by Expert Faculty Members in Eudoxia
1. Regular Live Classes
2. Recorded Videos
3. Previous Years Question and Answers
4. Regular Mock Test
5. Free Study Material
Heads Rose Bunch Artificial Rose Flower for Wedding Home Decor
Noysoy · 8 months ago
Heads Rose Bunch Artificial Rose Flower for Wedding Home Decor
https://m.made-in-china.com/product/Factory-Price-10-Heads-Rose-Bunch-Artificial-Rose-Flower-for-Wedding-Home-Decor-705707711.html
Systems Security Certified Practitioner (SSCP) e-Slides
Projapoti · 8 months ago
SYSTEMS SECURITY CERTIFIED PRACTITIONER (SSCP) E-SLIDES
Skin Lightening Face Wash SSCPL
Projapoti · 8 months ago
Transparent Gel form, enriched with Honey and Herbal Extracts of Saffron, Mulberry and Licorice Aroma :- Fine Fragrance
Usage of Mulberry, Honey, Licorice and Saffron :- Traditionally known for its skin lightening, brightening, healing and anti oxidant properties
Mix Fruit Scrub Sscpl
Abegimon · 8 months ago
Aroma :- Fine, Fresh Fruity
Usage of Multi Fruit Extracts :- Traditionally known for their detoxifying, tightening, nourishing, healing and anti-oxidant properties.
Blemishfree Face Wash SSCPL
Motishon · 8 months ago
Transparent Gel form, enriched with Herbal Extracts of Turmeric, Guava, Lemon and Licorice Aroma :- Fine Fragrance
Usage of Guava, Licorice, Lemon and Turmeric :- Traditionally known as Powerhouse of Antioxidants and their healing,m brightening, lightening properties
Kanjhi Sewan Su Nasto by Sakeel Singer on Prime Music
Ashrafool · 8 months ago
Kanjhi Sewan Su Nasto by Sakeel Singer on Prime Music
https://m.soundcloud.com/sajidsingeralwar51300/jail-se-aayo-sakeel
Jail Se Aayo Sakeel
Missyou · 8 months ago
Jail Se Aayo Sakeel
https://m.soundcloud.com/sajidsingeralwar51300/jail-se-aayo-sakeel
Play Sakeel Ki Love Story
Ripon · 8 months ago
Play Sakeel Ki Love Story by Jahir Khan Mewati on Amazon Music

https://www.amazon.com/Sakeel-Love-Story-Jahir-Mewati/dp/B0CM1V8N6Q
Brathwaite guides Windies' early response to Bangladesh in 2nd Test
Rausan · 8 months ago
West Indies' second-wicket pair of Kraigg Brathwaite and Keacy Carty safely negotiated a tricky final period to take their team to 70-1 in reply to Bangladesh's first-innings total of 164 at stumps on the second day of the second and final Test at Sabina Park on Sunday
Infosys Campus / Morphogenesis Save this picture!
Rausan · 8 months ago
Manufacturers:  Saint-Gobain, Asian Paints, Blue Pebble Design Studio, Chub systems, Featherlite and Chesters, Havells, KNND Associates Private Limited, Otis Elevator Company (India) Limited, Space Management Systems India Pvt. Ltd., VitrA, Welspun Group
Surfaces that Engage with Light, Space, and Nature
Rausan · 8 months ago
A surface does more than simply cover a space—it transforms it, infusing personality, rhythm, and soul. It evolves from being a mere backdrop to becoming an active element that shapes the atmosphere through the interplay of material, form, and light. The balance of the touch, the thickness, incisions, tones, and luminous reflections can transform surfaces into sensory experiences. Textures can evoke stability or lightness, grooves introduce dynamism, colors define moods, and light sculpts depth and movement. Ceramic, with its aesthetic and functional versatility, is particularly well-suited to this role, offering architects a broad palette of creative possibilities.
কংক্রিটের নগরে পরিবেশ রক্ষায় ‘ভরসা’ ছাদবাগান
Ariphosen · 8 months ago
রাজধানী ঢাকা বলতে নাগরিকরা বোঝেন ইটপাথরের এক শহর। এখানে সতেজ নিঃশ্বাস নেওয়া যেন বিরল ঘটনা। তবুও আশা ছাড়েন না কেউ কেউ। সবুজ প্রকৃতি চেখে দেখতে বাসার ছাদে গড়ে তোলে বাগান। কী নেই সেই বাগানে– আম, সফেদা, জামরুল, কলা, পেঁপে, ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ; রয়েছে বাগানবিলাস, গোলাপ, কাঠগোলাপ, জবা, অলকানন্দা, নয়নতারাসহ নানা রকমের ফুল। তাছাড়া শাকসবজি তো আছেই। বাগানের পরিচর্যা নিজেই করে থাকেন প্রকৃতিপ্রেমীরা।

এই প্রকৃতিপ্রেমীদের একজন আফতাবনগরের ‘ডি’ ব্লকের বাসিন্দা রুমেলা হক। এক যুগ ধরে তিনি নিজ হাতে তৈরি করেছেন ছাদবাগান। রুমেলা বলেন, ‘বিকেল বা সন্ধ্যায় ছাদে উঠলে সারাদিনের ক্লান্তি ভুলে যাই। সামান্য ফুল-ফল-সবজির মাধ্যমে লাভবান হচ্ছি, তার চেয়েও বড় কথা পরিবেশের ভারসাম্য রক্ষায় যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমার চারতলা বাড়ির ছাদের নিচের ফ্ল্যাটের তাপ গরমের দিনে সহনীয় থাকে। কারণ ছাদজুড়ে রয়েছে গাছপালা। ছাদবাগান নীরবে নগরবাসীর উপকার করছে। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে গাছ রোপণ করে, তাহলে একদিন এই নগরীতে সবুজের ঘাটতি অনেকটাই পূরণ হবে।’ 

রাজধানীর ছাদে বাগান করার বিষয়টি ব্যক্তিগত শখের চিন্তা থেকে শুরু হলেও এখন তা পরিবেশ রক্ষার দিকে ঝুঁকেছে। এটি এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করছেন অনেকেই। কারণ তথ্য বলছে, প্রায় তিন দশকে রাজধানীতে গাছের হার ২০ থেকে প্রায় ৮ শতাংশ এলাকায় এসে ঠেকেছে। এতে প্রতি বছরে বাড়ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে ছাদবাগান পরিবেশ রক্ষায় অন্যতম ভরসা উঠতে পারে।

ছাদবাগানের কথা উঠলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের কথা চলে আসে। ২০১৫ সালে তিনি ঘোষণা দেন, ছাদবাগান করলে হোল্ডিং ট্যাক্সে ছাড় দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে ডিএনসিসি এলাকায় ছাদবাগানকারীরা হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ মওকুফের সুবিধা পেতে শুরু করেন, যা এখনও বিদ্যমান। তবে বিষয়টি অনেকে জানেন না।

ধানমন্ডি, মহানগর প্রজেক্ট, আফতাবনগর, মিরপুর, মগবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে অনেক ছাদে বাগান দেখা গেছে। এসব এলাকায় নতুন ফ্ল্যাটে ছাদবাগান করা হচ্ছে। পাশাপাশি পুরোনো বাসার ছাদেও গাছ লাগাচ্ছেন অনেকে; যদিও এতে ঝুঁকি আছে। 

ঢাকায় বিশেষভাবে ছাদে লাগানোর জন্য উপযোগী গাছ, বীজ, মাটির চাহিদা গত ১০ বছরে অনেক বেশি বেড়েছে বলে জানান চারা ও বীজ বিক্রেতা শামসুল হোসেন। তিনি বলেন, ‘ঢাকায় গরম যেমন বাড়ছে, তার লগে বাড়ছে গাছ কিইন্না ছাদে লাগানোর চাহিদা।’

গ্রিন সেভার্স নামে একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে গাছের পরিচর্যা ও চিকিৎসা দিয়ে আসছেন আহসান রনি। তিনি মনে করেন, বাংলাদেশে ছাদবাগান হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই পরিকল্পনাটা সঠিকভাবে হচ্ছে না। 

রনি বলেন, ‘কোন গাছ রোপণ করা দরকার, পরিচর্যা কেমন হবে, কতটুকু দূরত্বে রোপণ করা হবে ইত্যাদি বিষয় খেয়াল রেখে আধুনিক ছাদবাগান করা উচিত।’
বিভিন্ন মাধ্যমের তথ্য অনুযায়ী, ঢাকা শহরে গত পাঁচ বছরে গড় তাপমাত্রা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৪ সালে বেশ কয়েকবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে তাপমাত্রা, যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ হিসেবে রেকর্ড করা হয়। এর অন্যতম প্রধান কারণ গাছপালার অভাব। রাজধানীতে গাছ বা সবুজ এলাকা শহরের আয়তনের ৮ শতাংশের কম। আদর্শ শহরে ২০ থেকে ২৫ শতাংশ থাকা প্রয়োজন।

গবেষণার মাধ্যমে পাওয়া তথ্য তুলে ধরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকা শহরে প্রায় ৫০ লাখ পরিবারের বাস। এসব পরিবার মোটামুটি পাঁচ লাখ ভবনে বসবাস করে। যদি গড়ে হিসাব করা হয়, পাঁচ লাখ ভবনের ৬০ শতাংশ ছাদে বাগান করার উপযোগিতা আছে। সেক্ষেত্রে তিন লাখ ছাদ পাওয়া যায়, যেগুলোতে বাগান করা যায়। বর্তমানে রাজধানীতে যত ছাদ আছে, এর মধ্যে বাগান রয়েছে প্রায় পাঁচ শতাংশে।

আমরা একটি গবেষণায় দেখেছি, সবুজের উপস্থিতি যেখানে বেশি, সেখানে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কম।

চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এই পরিবেশবিদ বলেন, ছাদবাগানের ক্ষেত্রে আমাদের দেশীয় প্রজাতিকে বেছে নেওয়া দরকার। দেশীয় ফল-ফুল গাছের প্রতি গুরুত্ব দিতে হবে। তা না হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ বাগানের তেমন ভূমিকা থাকবে না।
স্টেশনে পানি নিতে নেমে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
Ariphosen · 8 months ago
নাটোরের নলডাঙ্গায় স্টেশনে পানি নিতে নেমে ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন দিনাজপুর জেলার বিরল থানার নরোত্তম গ্রামের শাহের মোহাম্মদের ছেলে।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোমিন উদ্দিন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মুক্তার হোসেন দিনাজপুর থেকে বাংলাবান্ধা ট্রেনে করে রাজশাহী যাচ্ছিলেন। ট্রেনটি মাধনগরে ষ্টেশনে বিরতি দিলে পানি নেওযার জন্য মুক্তার হোসেন নামলে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মুক্তার হোসেন। আহত অবস্থায় এলাকাবাসী মুক্তারকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ আঘাত হানবে আজ
Ariphosen · 8 months ago
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়েছে। এর ফলে দেশের তিন বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এমন অবস্থায় সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাও খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা রয়েছে।

তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
Ariphosen · 8 months ago
যুক্তরাজ্য সফরের উদ্দেশে দেশ ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে, ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব। যুক্তরাজ্যে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।

জানা গেছে, মহাসচিবের এই সফরের পরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। পরে সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।
চিন্ময়কে আদালতে তোলার কাজে বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২
Ariphosen · 8 months ago
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নগরের বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মৃত সুনিল ধরের ছেলে বাবলা ধর (৪২) এবং দুলাল শীলের ছেলে সজল শীল (৪০)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলায় ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে নেওয়ার হচ্ছিল। এ সময় সময় একদর লোক পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এই ঘটনায় জড়িত থকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
 Prev1234...64Next  
Trees on the Move: A Scientific Effort to Adapt to Climate Change
Ajanta · 7 months ago
When thinking of the term migration, the mind envisions seasonal bird journeys or perhaps historical human movement around the globe. However, scientists at the USDA Forest Service Northern Research Station are studying another type of migration—the movement of trees and how that relates to climate change.
With time, Lakhi’s age caught up with her, and she showed signs of slowing down, old injuries got inflamed and she seemed to prefer resting against the mud beds in her enclosure
All_the_Best · 7 months ago
With time, Lakhi’s age caught up with her, and she showed signs of slowing down, old injuries got inflamed and she seemed to prefer resting against the mud beds in her enclosure. Late Saturday evening on the 3rd of March, she seemed more weary than usual, and even as her knees buckled under her, Asha and Coco rushed to her side to support her. Asha appeared calm and strong, as if she knew in her own way that this was it – Coco panicked initially, rushing about and running circles around her fallen friend. The team rushed in, the crane was called in to lift her back to her feet and support her – the elephants moved aside and watched, Asha touching them gently as they huddled together. They stood back as the team tried to get her back to her feet, even the younger elephants seemed uncharacteristically calm. Maybe they knew, maybe they realised it was time to let go and had their chance to say their goodbyes, and wanted to let her pass in peace. Lakhi resisted being lifted, as if she too knew her time had come. She let out her final breath and slumped down against the mud bed, eyes shut looking like she was completely at peace. As the team moved away, heartbroken, Asha rumbled loudly from where she was standing, but none of the elephants moved – Coco let out a small wail, and from every enclosure elephants responded softly with rumbles, trumpets and huffs all the way from the bulls to the closerby females like Phoolkali like an orchestra of calm, reassuring solidarity for their fallen friend.
The Managing Fire
All_the_Best · 7 months ago
When we see a wildfire, our first response is to put it out. For decades, the Forest Service has done just that when it came to wildland fires. But science has changed the way we think about wildland fire and the way we manage it. We still suppress fires, especially if they threaten people and communities, but we understand that fire has a role in nature – one that can lead to healthy ecosystems. So we look for ways to manage it to play its role, for instance, by igniting prescribed fires.

The Forest Service conducts cutting-edge research and develops tools to help land managers better understand and manage fire. Our scientists study fire behavior and the effects of fire on ecosystems and society, as well as offer management options.
The mottled eel
Ebook · 8 months ago
The mottled eel (Anguilla bengalensis), also known as the African mottled eel, the Indian longfin eel, the Indian mottled eel, the long-finned eel or the river eel is a demersal, catadromous eel in the family Anguillidae. It was described by John McClelland in 1844. It is a tropical, freshwater eel which is known from East Africa, Bangladesh, Andaman Islands, Mozambique, Malawi, Sri Lanka, Sumatra, and Indonesia and recently from Madagascar. The eels spend most of their lives in freshwater at a depth range of 3–10 metres, but migrate to the Indian Ocean to breed. Males can reach a maximum total length of 121 centimetres and a maximum weight of 7,000 grams. The eels feed primarily off of benthic crustaceans, mollusks, finfish and worms.
They are the most diverse insect species.
Nachima · 8 months ago
Beetles, belonging to the order Coleoptera, are incredibly diverse insects that comprise a quarter of all known living organisms! There are an estimated 400,000 identified species of beetles, with so many species yet to be discovered1. Among them, there are size variations that would make your jaw drop.

On one end of the scale, we have the almost invisible feather-winged beetles, no larger than 0.01 inches. The Fringed Ant Beetle (Nymphister Kronaueri) is the smallest known beetle and measures around 0.25 millimeters in length. On the other end, the Goliath Beetle, which can grow to 6.7 inches and weigh 1.8 ounces, is one of the longest and heaviest insects in the world.

Furthermore, beetles live in almost every habitat except the extreme polar regions. They live in the driest deserts and the wettest tropical rainforests!
Lake Erie, the Midwest
Ariphosen · 8 months ago
By surface area, Lake Erie is the fourth largest lake in the United States. It forms the boundary between Ontario, Canada, and the United States, extending across New York, Pennsylvania, Ohio, and Michigan in the U.S.
The most beautiful nature picture
Bongsong · 8 months ago
Shared content 
Monet’s Gardens, Giverny, France
Yoga Workshops in the Morning
Gormy · 8 months ago
Begin your day with tranquility and energy with refreshing morning yoga workshops. Embrace the sunrise in the heart of Rajasthan as you find your inner balance.
Explore the Menacing Indominous Rex Dinosaur
Monika · 8 months ago
A large and menacing, but not copyrighted, dinosaur with razor sharp teeth and claws. He boasts a thick, rough skin that appears to be a blend of grey and white hues. He has long limbs and a muscular body. His brow is lined with sharp bony plates, giving him an even more formidable look. His yellow eyes glint menacingly in the sunlight. He's standing on a grassy plain, with a dense tropical forest in the background. The sky overhead is clear and blue, hinting at the calm before a possible storm. His roars echo through the landscape, signaling his dominance.
Meet the Mysterious Male Monster with Singular Horn and Insect Wings
Monika · 8 months ago
Create an imaginative artwork describing a male monster with interesting features. The monster is endowed with a singular horn protruding out of the top of its head, it dons an eccentric hat and is gifted with the graceful wings of an insect. He also showcases a set of straight teeth set within a toothy grimace, indicating a peculiar grin. His body is covered with a rough and curly fur coat, potentially as a mechanism for protection or perhaps thermal regulation. His is an intriguing sight with 5 eyes, each radiating contrasting hues of pink and purple in some mystical fashion. The monster has notably small hands yet boasts extraordinarily large feet, creating a fascinating dichotomy. This striking creature navigates the world with a single hand and two feet, a unique adaptation in its monstrous existence.
 Prev12346Next  
Google search:
The Most Beautiful Birds in the World
Forums Folders Members Messages
Login
HELP CENTER :-: GO TO TOP
tips.wapka.site
Copyright © 2025 All Rights Reserved
Powered by wapka.org